Real Idea

All kinds of fashion & Style, computer software problem and solves, science & Technology Idea

Subscribe Now: Feed Icon

Responsive Ads Here

Sunday, July 24, 2011

পেপ্যাল এখন বাংলাদেশে


অনলাইন ফিল্যান্সিং বা আউট সোসিং জগতে পেপ্যালের কথা, গুরুত্ব সকলেই জানেকিন্তু আগ্রহ থাকা সত্বেও পেপ্যালের সুবিধা এতদিন কেউ গ্রহণ করতে পারনিতবে এই মুহূর্ত থেকে সম্ভবঅবিশ্ব্য হলেও সত্যি যে বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম প্রায় দেড় বছর
পেপ্যালের একাউন্ট চালু করতে হলে এখনই ঢুকে পড়ুন পেপ্যাল বিডি এর ওয়েব সাইডেhttp://www.paypalbd.com

রেজিস্ট্রেশনের নিয়মাবলী:
পেপ্যাল বিডির ওয়েবসাইডে আপনি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেনওদের মোট তিনটা প্যাকেজের মধ্যে আপনাকে প্রতি বছর ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দিতে হবে এবং উত্তোলনের মোট টাকার ১০% থেকে ৩% পর্যন্ত দিতে হবেঅনলাইনে রেজিস্ট্রেশন প্রকিয়া সম্পন্ন হওয়ার পর আপনার একাউন্ট পেন্ডিং আবস্থায় থাকবেকাটাবন অবস্থিত ওদের অফিসে যেয়ে বাসরিক চাঁদা পরিশোধ করে একাউন্ট চালু করতে হবে
বাসরিক চাঁদা পরিশোধ এর সময় এক কপি পার্সপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, আপনার কর্মস্থলের আইডি কার্ডের ফটোকপি, এবং ঢাকায় আবস্থিত কোন ব্যাংক এর আকাউন্টের চেক বই এর ফটোকপি জমা দিতে হবে

তো এখনই রেজিস্ট্রেশন করে হয়ে যান পেপ্যাল একাউন্টের মালিকবিস্তারিত পেপ্যার বিডি এর ওয়েবসাইডে পাবেন
ধন্যবাদ

No comments:

Post a Comment