অডিও বিশেষ করে গানের ফাইলের আকার ছোট করার ক্ষেত্রে এমপিথ্রি ঘরানার জুড়ি নেই। তবে এ আকারেও এখন আর হচ্ছে না। মোবাইল ফোন বা বহনযোগ্য যন্ত্রে বেশি গান রাখতে এমপিথ্রি ফাইলের আকার আরও ছোট হলে যেন ভালো হয়। চিন্তার কিছু নেই এমপিথ্রি গানের ফাইলকে আরও ছোট করার ব্যবস্থাও আছে। এজন্য কম্পিউটারে ‘এমপি থ্রি টু রিংটোন গোল্ড’ নামে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর ডেস্কটপে একটি আইকন দেখা যাবে। এবার এ আইকনে দুই ক্লিক করুন। একটি বক্স আসবে Big-mp3 to small-এ ক্লিক করুন। আরেকটি বক্স আসবে। এখন Add-এ ক্লিক করুন। এবার কম্পিউটারে রাখা এমপিথ্রি ফাইলখুলুন। গান নির্বাচন করে Settings-এ ক্লিক করুন। Bitrate 48, Pramrate 44100 নির্বাচন করে Convert-এ ক্লিক করুন। যদি একটি গানের আকার একবারে ছোট করতে চান তবে Convert Sett-এ ক্লিক। আর এক সঙ্গে অনেকগুলো ছোট করতে চাইলে Convert All-এ ক্লিক করতে হবে। Output-এ ক্লিক করে ছোট করা গানগুলো যেখানে রাখবেন সেই অবস্থান নির্বাচন করে দিন। দেখবেন গানের আকার অনেক ছোট হয়ে গেছে। কিন্তু এতে গানের মান একটুও গুনগতমান কমবে না। মোবাইল ফোনে এমপিথি গান রাখতে চাইলে অবশ্যই ছোট করা দরকার। তা নাহলে ৫/৬ টা গানেই মেমোরী কার্ড ভরে যাবে। সেজন্য সফটওয়্যার দরকার। এই সফটওয়্যার সহ এক সঙ্গে আরও অনেকগুলো সফটওয়্যার এর সিডি পাওয়া যাবে। ইন্টারনেট থেকেও সংগ্রহ করতে পারবেন।
Wednesday, April 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment