Real Idea

All kinds of fashion & Style, computer software problem and solves, science & Technology Idea

Subscribe Now: Feed Icon

Responsive Ads Here

Wednesday, April 27, 2011

যেভাবে বুঝবেন কম্পিউটারে ভাইরাস আছে (Coputer virus)


কম্পিউটারে ভাইরাস ঢোকা এখন স্বাভাবিক একটা বিষয়কম্পিউটারে ভাইরাসের মধ্যে উল্লেখযোগ্য হলোরুট সেক্টর ভাইরাস, পার্টিশন টেবিল ভাইরাস, মিউটেটিং ভাইরাস, ওভার রাইটিং ভাইরাসকম্পিউটার এসব ভাইরাসে আক্রান্ত হলে প্রথমেই সাধারণত বড় কোনো সমস্যা হয় নাপ্রথমে কিছু ছোট সমস্যা দেখা দেয়যে সমস্যাগুলো হলে বুঝবেন আপনার শখের পিসি ভাইরাসে আক্রান্ত, সেগুলো হলো: কম্পিউটারের গতি ধীর হবে হার্ডডিস্কের ফাঁকা জায়গা কমে যাবেকিবোর্ড ও মাউস ঠিকঠাক কাজ করবে না সফটওয়্যার ও গেমস হতে বেশি সময় লাগবে Disk Bad Sector পুনরাবৃত্তি হবেঅসংলগ্ন ত্রুটির বার্তা (এরর মেসেজ) দেখা যাবেলেখার ফাইলের তথ্য নষ্ট হয়ে যাবের‌্যাম কম দেখাতে পারেঅজানা এক্সটেনশনযুক্ত ফাইল পাওয়া যাবেডিস্কের ভলিউম লেবেল পরিবর্তন হওয়াটা স্বাভাবিককোনো কিছু সেইভ হতে অনেক বেশি সময় নেবেনিজে থেকেই বিভিন্ন প্রোগ্রাম রান বা বন্ধ হতে পারে সিডি, ডিভিডি-রম ঠিকভাবে কাজ করবে নাকোনো কারণ ছাড়াই কম্পিউটার রি-স্টার্ট বা বন্ধ হতে পারেরি-স্টার্ট করতে সময় বেশি লাগবে

No comments:

Post a Comment