Real Idea

All kinds of fashion & Style, computer software problem and solves, science & Technology Idea

Subscribe Now: Feed Icon

Responsive Ads Here

Wednesday, May 18, 2011

আপনার USB Port (ইউএসবি পোট) কে লক করুন আর Pen Drive (পেন ড্রাইভ) এর ভাইরাস থেকে কম্পিউটার বাচান




আপনি ইচ্ছা করলে আপনার USB Port লক করে রাখতে পারেনতখন কোন পেনড্রাই বা USB ড্রাইভ সাপোট করবে নাপ্রয়োজন হলে আবার আনলক করতে পারবেনসে জন্য যা যা করতে হবে
ডিসএবল করার নিয়ম:
1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন
2. রান বক্সে regedit টাইপ করে OK করুন
3. এই ঠিকানায় প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন
5. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন
6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন
এনাবল করার নিয়ম:
1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন
2. রান বক্সে regedit টাইপ করে OK করুন
3. এই ঠিকানায় প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন
5. ভ্যালু ডাটা বক্সে 3 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন
6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন


No comments:

Post a Comment