আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে সব সময় Internet Explorer লেখা থাকে। আপনি ইচ্ছে করলেই ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে Internet Explorer লেখাটির পাশে আপনার নাম যোগ করতে পারেন। এজন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Main]
"Window Title"="Internet Explorer (banglacomp.blogspot.com)"
এরপর WindowTitle.reg নামে সেভ করুন। (সেভ করার সময় Save As ডায়ালগ বক্সের Encoding এ ড্রপ ডাউন মেনু থেকে Unicode সিলেক্ট করুন।) এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। ব্যস হয়ে গেল। এবার ইন্টারনেট এক্সপ্লোরার চালিয়ে দেখুন টাইটেলবারে কি পরিবর্তন এসেছে। উপরের কোড লিখার সময় আপনি (banglacomp.blogspot.com) এর পরিবর্তে আপনার নাম লিখতে পারেন। আর আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চান তবে সেভকৃত ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করে (banglacomp.blogspot.com) লেখাটি কেটে দিয়ে সেভ করুন। পুনরায় ফাইলটি ডাবল ক্লিক করে Yes ক্লিক করুন। তাহলেই ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
...
অন্য পদ্ধতিটা এই রকম...
এটির জন্য প্রথমে Start থেকে Run এ গিয়ে “gpedit.msc” টাইপ করুন।এখন “Group Plicy” উনন্ডো আসবে এবার User Configuration/Windows Setting/Internet Explorer Maintenance/Browser User Interface/Browser Title ওপেন করুন।
Browser Title উনন্ডোতে Customize Titel Bars এ টিক করুন এবং নিচে আপনার ইচ্ছা মত যা খুশি লিখে Ok করে দিন।এবার নতুন একটি উনন্ডো ওপেন করে দেখুন আপনার নাম দেখাচ্ছে কিনা।
অন্য পদ্ধতিটা এই রকম...
এটির জন্য প্রথমে Start থেকে Run এ গিয়ে “gpedit.msc” টাইপ করুন।এখন “Group Plicy” উনন্ডো আসবে এবার User Configuration/Windows Setting/Internet Explorer Maintenance/Browser User Interface/Browser Title ওপেন করুন।
Browser Title উনন্ডোতে Customize Titel Bars এ টিক করুন এবং নিচে আপনার ইচ্ছা মত যা খুশি লিখে Ok করে দিন।এবার নতুন একটি উনন্ডো ওপেন করে দেখুন আপনার নাম দেখাচ্ছে কিনা।
No comments:
Post a Comment